Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

About us


 

BONDHON FOUNDATION is a non-political human served personal Institution based on the net. It is located at village of Gobindapur, Feni Sadar police station of Bangladesh. Mr. Arif Ullah Chowdhury (Prakash Muhammad Arif Ullah), Father-Late (Doctor) Siddique Ahmed, Gobindapur, Feni Sadar, Feni Founder of It's. Whose photo you can see above. Digital Marketing, Website Making / Developing, Channel / Page Opening for YouTube and Facebook, Designing, SEO and Content writing for any people from home and abroad through any social media and web media including Google, YouTube, Facebook, Fiber, Upwork etc. & other net based services. The Institution also has its own Website, YouTube channel, Facebook page and Facebook group to provide people with the information they need (through written content, photos and videos) and to advertise their products and services in their own targeted places as media. Conducting free courses of recitation education of the Holy Quran, memorizing different surahs of the Holy Quran and various Prays of Islam and performing various legal based activities (through writing, pictures and videos) on teaching Islam and propagating Islam. And this website is a part of it so that people can try to improve education, peace, psychology and progress. And for this I have created the website for the purpose of learning and teaching by looking at pictures. I will try to upload as much as people need in their daily life and as much as possible in it. On the other hand, in the public interest, every image uploaded on this site will be copyright free. For that reason, anyone can easily access my site, view and download any image, there will be no restrictions. Another purpose of this website is to: In particular, this blog was opened as part of the Digital Bangladesh announced by the Honorable Prime Minister of Bangladesh, Bangabandhu's worthy daughter, Sheikh Hasina. Although I wanted to, I did not have the courage to start because of the limitations of my relationship. In this regard, I would like to humbly inform you that I have already started a social service oriented economic organization. But in acknowledging the fate and the situation, I have had to be humiliated, trampled, and guilty. But without human service, I had no desire to hurt people or to commit crimes or to suffer myself. You can see its constitution on this website. Which I wrote in my own hand in a completely personal way. I have uploaded it in the 9th blog (BONDHON FOUNDATION 9) of this site. If you read this constitution of mine, you will understand how much work was done and how much great initiative was taken. As long as this website exists, my endless love, affection and boundless sacrifice, bitterness and the dream of a life-affirming association will remain on this site. That is, the constitution will never be deleted or can never be deleted; This site will hold the tomb of my dreams; Lost memories of latent words. Whoever sees or presents that, at least I will seek its reward from the great Lord or seek the word of consolation or people will pray for me. If you can, then come forward to implement the Islamic economy against interest and to build such humanitarian organizations. People will benefit. I don't think there will be any work to be done just by word of mouth and Waz Nachihat opposing interest and human service. Let me close that organization because of my disability, weakness and degradation of human character and I intend to start another side of human service. In the meantime, I have copied and pasted some side of other humanitarian people on my website. Since I have to live after eating, and so when I start my activities, again since there is copy paste on any website, Google AdSense does not approve, so I also have to delete all the copy paste except my own content. So I apologized in advance. One of the meanings of digital country may be that people of that country can easily find the information they need by searching their markets, cities, shops, homes and village houses and various service and service holders on their mobile phones. In other words, my wish is to make an introductory video of every house in the village, every market and all the shops in the city, office court, etc., and upload it with the necessary details. And through this work, I will try to evaluate the words of the national poet, "I will see the world, I am in the palm of my hand." I appeal to the people of this country & others, including the government of this country, to start this work for the benefit of the people in government management in the way I have shown. In particular, the blog will post videos related to shops, business and traders located in villages, hats, markets and towns in Feni district and will be shown on YouTube. By the grace of Allah, I will provide all such services through my website at https://ar100.net.  All the addresses of contact with me through this website and many of your benefits, if you visit, you will find on this site. So my request is that you visit my website. So if you like my work, my request is that you stay with me by liking, sharing, commenting, viewing and subscribing to my YouTube channel, website and Facebook page. I hope your prayers, love and cooperation will be successful in this work Insha'Allahu Ta'ala. We sincerely wish your prayers, love, participation and cooperation in this. Not to mention one more thing, I suggest you to search any market or house directly on YouTube to find out the identity of any market or house in such a way that all you want to know in the YouTube search bar is the name of the required house or market or city or if that market or city is big then its specific. Write the name of the place or the related market, then enter the name of the upazila of that place with a comma, then search by typing its identity till now. Such as Haji Mostafiz Chairman House, Feni or Nutun bazar, Feni or Daudpur Raw Market, Trunk Road, Feni or Gulshan Market, Trunk Road, Feni-1; Search by typing in this way. I hope you get the desired search result. In this regard, I would like to request my YouTube brothers all over the world, to get down to work like me, to make arrangements so that people can easily get the services of country and ten acquaintances or various professionals and workers. At the same time, I would like to humbly request the Heads of Government of each country, if you are the servants of the people, why in the digital age and in this age of information technology, people would bother to get their services and necessary information or their desired needs. I would like to say to the people of Bangladesh, the dreamer of Bangladesh, who gave up the illusion of life and endured endless hardships, who led the country's liberation war, said with anger and sadness, everyone got the oil moment and I got the thief moment. Let us all work together as part of Digital Bangladesh in the spirit of building a Digital Bangladesh and for the love of the country, for the forgiveness of his soul and for his worthy successor and the declaration of our Honorable Prime Minister Mr. Sheikh Hasina. Don't think that you are weak, you can't. See, I also thought, if strong then I will start the work; But I saw that I was getting poorer day by day. So will my work be lost? Will my dream die? So in my weak condition, when there is no market in my house, the fire in the stove does not burn, I was able to start the work at that very moment by the grace of Allah Ta'ala. So if you have courage and strong morale, you can too. I do not think that the country will ever be fully digital if we show love for the country, respect Bangabandhu but show only selfishness.  Thanks everyone. 

Translation in Bangla Language:

বন্ধন ফাউন্ডেশন নেট ভিত্তিক সেবা মূলক একটি অরাজনৈতিক ব্যক্তিগত প্রতিষ্ঠান। বাংলাদেশের ফেনী সদর থানায় অবস্থিত গোবিন্দপুর গ্রামে এটির অবস্থান। জনাব আরিফ উল্যাহ চৌধূরী (প্রকাশ মুহাম্মদ আরিফ উল্যাহ), পিতা-মরহুম (ডাক্তার) ছিদ্দিক আহাম্মদ, গোবিন্দপুর, ফেনী সদর, ফেনী এর প্রতিষ্ঠাতা। যার ফটো আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এখানে গুগল, ইউটিউব, ফেসবুক, ফাইবার, আপওয়ার্ক সহ যে কোন স্যোসাল মিডিয়া ও ওয়েব মিডিয়ার মাধ্যমে দেশ-বিদেশের যে কোন মানুষের জন্য ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট মেকিং/ডেভলপিং, ইউটিউব ও ফেসবুকের জন্য চ্যানেল/পেজ ওপেনিং, ডিজাইনিং, এস ই ও এবং কন্টেট রাইটিং সহ নেট ভিত্তিক অন্যান্য সেবা প্রদান করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব চ্যনেল, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ এগুলোর মাধ্যমে মানুষদেরকে তাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য প্রদান (লিখিত কন্টেন্ট, ছবি ও ভিডিও’র মাধ্যমে) এবং মিডিয়া হিসেবে মানুষদের তাদের নিজস্ব  তার্গেটেড স্থানে তাদের বিভিন্ন পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রচার করা হয়। সে সাথে পবিত্র কুরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত শিক্ষার ফ্রি কোর্স পরিচালনা, পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সূরা এবং ইসলামের বিভিন্ন দরুদ ও দোয়া মুখস্থ করানো ও  ইসলাম শিক্ষা এবং ইসলাম প্রচার বিষয়ক নেট ভিত্তিক বিভিন্ন বৈধ কার্যক্রম (লিখা, ছবি ও ভিডিও’র মাধ্যমে) সম্পাদন করা হয়। আর এ ওয়েবসাইটটি এরই একটি অংশ হিসেবে এর মাধ্যমে মানুষ যাতে শিক্ষা, শান্তি, মনস্তাত্তিক ও প্রগতিগত উন্নতি করতে পারে সে চেষ্টা করা হয়েছে। আর এ জন্যে ছবি দেখে শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান এ উদ্দেশ্যে ওয়েবসাইটটি আমি ক্রিয়েট করেছি। আমি চেষ্টা করবো মানুষের দৈনন্দিন জীবনে যত কিছুর প্রয়োজন এবং এর মধ্যে যতদূর সম্ভব ও শোভন তা যেন আপলোড করতে পারি। অন্যদিকে জনস্বার্থে এ সাইটে আপলোড করা প্রত্যেকটি ছবি কপিরাইট মুক্ত থাকবে। সেই হেতু যে কেউ আমার এ সাইটে খুব সহজে প্রবেশ করতে পারবে, যে কোন ছবি দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে, এতে কোন বাধা নিষেধ থাকবে না। এ ওয়েবসাইটের আরো একটি উদ্দেশ্য এই যে, বিশেষ করে বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা, শেখ হাছিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এ ব্লগটি ওপেন করা হয়েছিলো। যদিও ইচ্ছা পোষণ করেছিলাম তবুও আমার সম্পর্কের সীমাবদ্ধতার কারণে আমি কাজটি আরম্ভ করতে সাহস পাচ্ছিলাম না। এ বিষয়ে বিনীত ভাবে আপনাদেরকে জানাচ্ছি যে, ইতিপূর্বে আমি সমাজসেবা মূলক একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান আরম্ভ করেছিলাম। কিন্তু ভাগ্যলিপি আর পরিস্থিতির স্বীকারে আমার নিজকেই হতে হয়েছে অপমাণিত, পদদলীত, লাঞ্চিত আর অপরাধী।  অথচ মানব সেবা ব্যতীত মানুষকে কষ্ট দেয়ার বা অপরাধ করার বা আমি নিজে ভোগ করার বিন্দু মাত্র ইচ্ছাও আমার ছিলো না। আপনারা এ ওয়েবসাইটেই এর গঠনতন্ত্র দেখতে পারবেন। যা আমি নিজ হাতে সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে লিখেছিলাম। আমি এ সাইটের ৯ নং ব্লগের (BONDHON FOUNDATION 9) মধ্যে সেটি আপলোড করে রেখেছি। আমার এ গঠনতন্ত্রটি পড়লেই আপনারা বুঝতে পারবেন, কী পরিমাণ পরিশ্রম করা হয়েছিলো আর কতটুকু মহৎ উদ্দ্যেগ নেয়া হয়েছিলো। এ ওয়েবসাইটটি যত দিন থাকবে, আমার সে অন্তহীন ভালোবাসা, মুহাব্বত ও সীমাহীন ত্যাগ তীতীক্ষা আর দু:খের জীবনে বয়ে যাওয়া স্বপ্নময় এ সমিতির গঠনতন্ত্র ততদিন এ সাইটে থাকবে অম্লান। অর্থাৎএ গঠনতন্ত্রটি কোনদিন ডিলিট করা হবে না বা ডিলিট করা যাবে না; এ সাইটের বুকে ধারন করবে আমার স্বপ্নের সমাধি; সুপ্ত কথার লুপ্ত স্মৃতি। যা দেখে বা যাকে উপস্থাপন করে অন্ততপক্ষে মহান রবের নিকট এর প্রতিফল কামনা করবো বা সান্তনার বাণী খুঁজবো অথবা মানুষগণ আমার জন্য দোয়া করবে। এখনো যদি পারেন সুদের বিরুদ্ধে ইসলামী অর্থনীতী বাস্তবায়ন ও মানবসেবা মূলক এ ধরনের প্রতিষ্ঠান গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন। মানুষ উপকৃত হবে। শুধু মুখে মুখে আর ওয়াজ নছিহতে সুদের বিরোধিতা আর মানবসেবার কথা বললে কাজের কাজ কিছু হবে বলে আমার মনে হয় না। যাক সে প্রতিষ্ঠানটি আমার অক্ষমতা, দূর্বলতা এবং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অবক্ষয়ের কারণে আমি বন্ধ করে দিয়েছি এবং আরম্ভ করতে মনস্থ করেছি মানব সেবার অন্য সাইড। এরই মাঝে আমার এ ওয়েবসাইডে মানবসেবা মূলক অন্যান্য মানুষের কিছু সাইড কপিপেস্ট করেছিলাম। যেহেতু আমাকে খেয়ে পরে বাঁচতে হবে, আর তাই আমার কার্যক্রম আরম্ভ হলে, আবার যেহেতু কোন ওয়েবসাইডে কপিপেস্ট থাকলে গুগল এডস এর অনুমোদন দেয় না, তাই আমাকেও আমার নিজের কন্টেন্ট ব্যতিত বাকী সব কপিপেস্ট গুলো ডিলিট করে দিতে হবে। তাই আগাম ক্ষমা চেয়ে নিলাম।  দেখুন ডিজিটাল দেশের একটি অর্থ এই হতে পারে যে, সে দেশের মানুষ গুলো তাদের প্রয়োজনীয় বাজার, শহর, দোকানপাঠ, বাসাবাড়ি ও গ্রামের বাড়িঘর গুলো এবং বিভিন্ন সার্ভিস ও সার্ভিস হোল্ডারদেরকে মানুষ গণ তাদের মোবাইলে সার্চ দিয়েই এ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তারা ঘরে বসে খুব সহজে জানতে পারবে। অর্থাৎ আমার ইচ্ছা এই যে, গ্রামের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেক বাজার ও শহরের সকল দোকানপাঠ, অফিস আদালত ক্রমান্ময়ে ইত্যাদি সব কিছুর পরিচয় প্রদান মূলক ভিডিও করবো এবং প্রয়োজনীয় বিবরণ সহ তা আপলোড় করবো। আর এ কাজের মাধ্যমে জাতীয় কবির “বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে” এ কথাটির মূল্যায়ন ঘটাতে চেষ্টা করবো। আমি আবেদন রাখি, আমার দেখানো পথে এ দেশের সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারী ব্যবস্থাপনায় আরম্ভ হোক মানুষের উপকারী এ কার্যটি। বিশেষ করে এ ব্লগে ফেনী জেলায় অবস্থিত গ্রাম, হাট, বাজার ও শহর বা মার্কেটে অবস্থিত দোকান পাঠ, ব্যবসা ও ব্যবসায়ী সম্পর্কিত ভিডিও পোস্ট করা হবে এবং ইউটিউবের মাধ্যমে তা দেখানো হবে। মহান আল্লাহু তা’য়ালার রহমতে আমার https://ar100.net এ ওয়েবসাইটের মাধ্যমেই এ ধরনের সকল সার্ভিস প্রদান করবো। এ ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগের সবগুলো ঠিকানা ও আপনাদের অনেক গুলো উপকারীতা, যদি আপনারা ভিজিট করেন, তবে আপনারা এ সাইটে পাবেন। তাই আমার অনুরোধ আপনারা আমার এ ওয়েবসাইটি ভিজিট করুন। তাই আমার এ কাজটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার আবেদন এই যে, আমার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং ফেসবুক পেজটির সাথে লাইক, শেয়ার, কমেন্টস, ভিউ ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতা পেলে এ কাজে সফল হবো ইনশা’আল্লাহু তা’য়ালা। এতে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আরো একটি কথা আপনাদেরকে না বললেই নয়, সরাসরি ইউটিউবে আপনারা যে কোন বাজার বা বাড়ির পরিচিতি জানতে আপনাদেরকে এভাবে সার্চ দেয়ার পরামর্শ দিচ্ছি যে, ইউটিউবের সার্চবারে আপনারা যা জানতে চান  সে প্রয়োজনীয় বাড়ির বা বাজার বা শহরের নাম বা ঐ বাজার বা শহরটি বড় হলে তখন তার নির্দিষ্ট স্থান বা সংশ্লিষ্ট মার্কেটটির নাম লিখে এরপর ঐ স্থানের উপজেলার নাম লিখে তারপর  সার্চ দিবেন। যেমন হাজী মোস্তাফিজ চেয়ারম্যান বাড়ি ফেনী অথবা নতুন বাজার ফেনী অথবা দাউদপুর কাঁচা বাজার ট্র্যাংক রোড় ফেনী অথবা গুলশান মার্কেট ট্র্যাংক রোড় ফেনী-১ এর পরিচিতি; এভাবে লিখে সার্চ দিবেন। আশা করি আপনাদের কাঙ্খিত সার্চ রেজাল্টটি পেয়ে যাবেন। এ বিষয়ে বিশ্বব্যাপী আমার ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা আমার মতো কাজে নেমে পড়ুন, দেশ ও দশের পরিচিতি বা বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবীর সার্ভিস সমূহ যাতে মানুষ গণ সহজে পেতে পারে, সে ব্যবস্থা করুন। একই সাথে প্রত্যেকটি দেশের সরকার প্রধানদের প্রতিও বিনীত ভাবে আমি এ অনুরোধ রাখবো যে, আপনারা যদি মানুষের সেবক হন, তাহলে ডিজিটাল যুগে ও তথ্য প্রযুক্তির এ সময়ে মানুষ তাদের সার্ভিস ও প্রয়োজনীয় তথ্য বা তাদের কাঙ্খিত চাহিদার পরিচিতি সমূহ পেতে এত কষ্ট করবে কেন। বাংলাদেশের জনগণের প্রতি আমি বলতে চাই, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জীবনের মায়া ত্যাগ করে এবং সীমাহীন কষ্ট সহ্য করে যিনি এ দেশের স্বাধীনতা যুদ্বের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ক্ষোভ ও দু:খের সহিত বলেছিলেন, সবাই পেয়েছে তেলের ক্ষণি আর আমি পেয়েছি চোরের ক্ষণি। তাঁর আত্মার মাগফেরাত কামনায় এবং তাঁর সুযোগ্য উত্তরসূরী ও আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জনাব শেখ হাছিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও দেশকে ভালোবাসার তাগিদে আসুন আমরা সকলে মিলে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এ কাজটি সম্পাদন করি। এতে ভাববেন না আপনি দূর্বল, আপনি পারবেন না। দেখুন আমিও ভেবে ছিলাম, সবল হলে তারপর কাজটি আরম্ভ করবো; কিন্তু দেখলাম, আমি দিন দিন আরো গরীব হয়ে যাচ্ছি। তাহলে আমার কাজটি কি হারিয়ে যাবে? আমার স্বপ্নের কি মৃত্যু হবে? তাই আমার এ দূর্বল অবস্থায়, যখন ঠিকমত আমার ঘরে বাজার থাকে না, চুলায় আগুন জ্বলে না, ঠিক সেই মুহূর্তে কাজটি মহান আল্লাহু তা’য়ালার রহমতে আরম্ভ করতে পেরেছি। তাই সাহস আর ঢৃড় মনোবল থাকলে আপনারাও পারবেন। শুধু মুখে মুখে দেশকে ভালোবাসা, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা অথচ কার্যত শুধু স্বার্থপরতা দেখালে দেশ কখনো পুরোপুরি ডিজিটাল হবে বলে মনে করি না। ধন্যবাদ সবাইকে।


Post a Comment

0 Comments